ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের সিকিপাড়া গ্রামে পানিতে ডুবে দেড় বছরের শিশু মাহাদীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মাহাদী সিকিপাড়া গ্রামের সাহাবুল মোল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মা শিলা বেগম শিশুকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করছিলেন। এক পর্যায়ে বসত বাড়ির পশ্চিম পাশে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুর দেহ দেখতে পান এবং ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, “খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
কেকে/ আরআই