রাজশাহীর (গোদাগাড়ী–তানোর) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরিফ।
মনোনয়ন পাওয়ার পর বুধবার সন্ধ্যার পরে তিনি গোদাগাড়ীর পিরিজপুর সুর সপ্ত বিদ্যালয় মাঠে প্রথম জনসভায় অংশ নিয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
বক্তৃতায় তিনি বলেন, “সাধারণ জনগণের আন্দোলন ও প্রচেষ্টায় দেশে স্বৈরাচারের পতন হয়েছে। বাংলাদেশ আর কোনো স্বৈরাচার চায় না, আমরাও চাই না ভবিষ্যতে আমরা নিজেরাই কোনোভাবে স্বৈরাচার হয়ে উঠি।” তিনি রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মেজর জেনারেল (অব.) শরিফ বলেন, “আমি আজ এখানে শুধুমাত্র ভোট চাইতে আসিনি। মনোনয়ন পাওয়ার পর জানতে পারলাম আপনাদের এলাকায় হঠাৎ ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি, সম্পদ ও ফসলের ক্ষতি হয়েছে। আপনারা এখন খাদ্য-দ্রব্য উৎপাদক হিসেবে নিজেকে পুনরায় প্রতিষ্ঠা করার মতো অবস্থায় নেই। এই দুর্যোগে যাদের ক্ষতি হয়েছে— তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা প্রকাশ করতেই আমি এসেছি।”
তিনি বলেন, “জনগণের ভোটাধিকার যেন জনগণের কাছেই থাকে — সেটাই নিশ্চিত করাই মূল লক্ষ্য।” তিনি উন্নয়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, শান্তি ও সহমর্মিতার বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা চান।
স্থানীয়রা জানান, দুর্যোগের পর অনেক পরিবার এখনও বাস্তব কষ্টে রয়েছে। ঘরবাড়ি ভেঙে পড়া, খাদ্য সংকট এবং পুনর্গঠনের চাপ মানুষের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করছে। এই অবস্থায় সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর মাঠপর্যায়ে উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, গোদাগাড়ী–তানোর আসন রাজশাহীর একটি গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক এলাকা। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, খাদ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়ন ভোটারদের প্রধান প্রত্যাশা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মেজর জেনারেল (অব.) শরিফের এই জনসভা নির্বাচন প্রস্তুতির নতুন মাত্রা যোগ করেছে।
কেকে/ আরআই