মৌলভীবাজারে ভাড়া বাসা থেকে হাবিবা বেগম নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের বেড়িরচর এলাকার বাসা (মহিবুর রহমান) থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাবিবা মৌলভীবাজার শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম জাহাঙ্গীর মিয়া। তাদের স্থায়ী বাড়ি রাঙ্গামাটি জেলায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
‘তবে, কি কারণে সে আত্মহত্যা করেছে, তা এখনও জানা যায়নি, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
কেকে/এমএ