বিএনপির মনোনয়ন না পাওয়ায় জয়পুরহাটের আক্কেলপুরে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি নেন সাবেক এমপি গোলাম মোস্তফার অনুসারীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় বিক্ষোভকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি গোলাম মোস্তফার অনুসারী নেতাকর্মীরা প্রথমে আক্কেলপুর উপজেলা গেটে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করার প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় তাদের প্রতিহত করতে আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল বারীর সমর্থকরা এগিয়ে এলে এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা তুলশীগঙ্গা সেতুর ওপারে অবস্থান নেয়। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মীমাংসার চেষ্টা চালান। তবে তাতে উত্তেজনা আরো বেড়ে যায় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় মোস্তফা গ্রুপের দুইজন আহত হন বলে জানা গেছে।
কেকে/এআর