নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলামের হস্তক্ষেপে তিন জোড়া অতিথি পাখি ফিরে পেয়েছে নতুন জীবন।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার নিতপুর গোপিনাথপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করে পাখিগুলোকে পুনর্ভবা নদীর পাড়ে অবমুক্ত করেন তিনি।
জানা গেছে, উপজেলার পুনর্ভবা নদী এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে ৬টি অতিথি পাখি (বালিহাঁস) ধরে এনে বাড়িতে রাখেন গোপিনাথপুর গ্রামের নজরুল ইসলাম। বুধবার সকালে পাখিগুলো বিক্রির প্রস্তুতি চলছিল— এমন গোপন সংবাদ পেয়ে সেখানে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।
এ সময় তিনি পাখিগুলো উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী অতিথি পাখি ধরার অপরাধে জড়িত ব্যক্তির বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করেন।
কেকে/ আরআই