রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার আসামি কলিমকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে হত্য মামলার পলাতক আসামি কলিমকে (৩২) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কলিম গোদাগাড়ী উপজেলার হাজিবান্দুড়িশা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।
র্যাব জানায়, কলিমসহ আরো ৮-৯ জন এ ঘটনার সাথে জড়িত।
উল্লেখ, গত ৪ নভেম্বর গোদাগাড়ী উপজেলায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে শিহাব শেখ (১৭) নামের এক কিশোরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত শিহাব বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে সম্পর্ক হওয়া বান্ধবী তিশার সাথে দেখা করতে গত ২০ অক্টোবর রাতে শিহাব দুই বন্ধু নিয়ে হাজিবান্দুড়িয়া মোড় এলাকায় যায়। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন তাদের পথরোধ করে। এক পর্যায়ে শিহাবকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।
প্রাণ বাঁচাতে শিহাব পাশের পুকুরে ঝাঁপ দেয়। কিন্তু হামলাকারীরা পানিতেও হামলা চালায় এবং পরে আবার তাকে টেনে তুলে মারধর করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
শিহাবকে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিন মৃত্যুর সাথে লড়াই শেষে ১ নভেম্বর তার মৃত্যু হয়।
শিহাবের বাবা রিপন বলেন, আমার ছেলে আর ফিরে আসবে না। কিন্তু হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। যেন আর কোনো পরিবার এমন কষ্ট না পায়।
কেকে/এআর