আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৩৭ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তবে এতে বাদ পড়েছে ঢাকা-২০ ধামরাই আসন। তবে নাম ঘোষিত না হলেও মাঠ ছাড়েননি মনোনয়নের অন্যতম প্রত্যাশী ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে সোমবার (৪ নভেম্বর) দিনভর উপজেলার রোয়াইল, সুয়াপুর, কু্ল্লা ও যাদবপুরসহ বিভিন্ন ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করেন তিনি। নাজমুল হাসান অভি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। চব্বিশের গণ অভ্যুত্থানের পর থেকেই পথসভা, উঠান বৈঠক, মিছিল, র্যালী ও সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আসছেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বেচ্ছাসেবক দলের ঢাকা জেলার আহ্বায়ক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট আমাদের হাতে তুলে দিয়েছেন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের ৩১ দফাই প্রতিটি মানুষের জন্য কার্যকর ও গুরুত্বপূর্ণ। যদি বিএনপি আমাকে ঢাকা-২০ আসনের জন্য মনোনীত করে, তবে ৩১ দফা ১-৩১ পর্যন্ত প্রত্যেকটি দফা অক্ষরে অক্ষরে পালন করে, বাংলাদেশের অন্যতম থানা ধামরাই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।
এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, সদস্য সাইদুর রহমান জনি, রাশেদুল কবির রাসেল, জহিরুল ইসলাম নাঈম, মনির, রাশেদুল ইসলাম টিপু, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাইখ ইসলামসহ আরো অনেকে।
নাজমুল হাসান অভি ছাড়াও ঢাকা-২০ ধামরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
কেকে/এআর