লালমনিরহাট আদিতমারী উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতির দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সহযোগিতায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদেরকে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিদা বেগম। উপস্থিত ছিলেন গ্রাম আদালতের এরিয়া ম্যানেজার ডলী রানী।
কেকে/ এমএ