যশোর ৪ (অভয়নগর, বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়বেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক টিএস আইয়ুব।
সোমবার (৩ নভেম্বর) বিএনপির ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকার তার নাম ঘোষণা করা হয়।
বিগত আওয়ামী সরকারের সময়ে রাজনৈতিক কারণে তিনি হামলা-মামলার শিকার হওয়ার পাশাপাশি ঘরবাড়ি, অর্থসম্পদ সবকিছু হারিয়েছেন। টিএস আইয়ুবের সাথে তৃণমূলের নিবিড় সম্পর্ক এবং দলের প্রতি অবদানের জন্য এলাকার মানুষের কাছে তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। যার কারণে বিএনপির শীর্ষ নেতৃত্ব এই আসনে তাকে বেঁছে নিয়েছেন।
যশোর-৪ নির্বাচনী এলাকার মানুষের ধারণা- বিএনপি সঠিক প্রার্থীকেই বেছে নিয়েছে। দলীয় সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও ব্যাপকভাবে জনপ্রিয় তিনি।
টিএস আইয়ুব ২০০৮ সালের সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন, তখন মাত্র ৫ হাজার ভোটের ব্যবধানে নৌকার কাছে হেরে যান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন।
টিএস আইয়ুব তার প্রতিক্রিয়ায় খোলা কাগজকে বলেন, ‘আমাকে বেছে নেওয়ায় জন্য দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি- যেন আমার উপর দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশ ও জনগণের সেবা করতে পারি।’
তিনি তার নির্বাচনী এলাকার সব মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তাদের সহযোগিতা কামনা করেন।
কেকে/এমএ