আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া। তার মনোনয়নের খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার (৩ নভেম্বর) রাতে সুন্দরগঞ্জ পৌরশহরে এ আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচির আয়োজন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মতিয়ার রহমান। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে, সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। মনোনয়ন ঘোষণার পরপরই সুন্দরগঞ্জজুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, ‘যোগ্য, শিক্ষিত ও সৎ মানুষ হিসেবে খন্দকার জিয়াউল ইসলাম সুন্দরগঞ্জবাসীর উন্নয়ন, কৃষি, নদীভাঙন প্রতিরোধ ও স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।’
তারা আরও বলেন, ‘এই মনোনয়ন সুন্দরগঞ্জের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। আগামী নির্বাচনে এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে মাঠে নামবে।’
মনোনয়ন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও উৎসবমুখর পরিবেশ দেখা যায়। তরুণ ভোটাররা জানান, ভদ্র, মার্জিত ও প্রফেশনাল রাজনীতি করার জন্যই তিনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন।
মো. মতিয়ার রহমান বলেন, ‘আমরা আনন্দিত, আমরা খুশি। তাই, নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেছি।’
‘সুন্দরগঞ্জের মানুষ এবার চায় শালীন, ভদ্র ও যোগ্য নেতৃত্ব। জিয়াউল ইসলামই সেই নেতৃত্বের নাম। তার নেতৃত্বেই আমরা ধানের শীষকে বিজয়ের মুকুট পরাব, ইনশাআল্লাহ।’
মো. বাবুল আহমেদ বলেন, ‘আহ্বায়ক হিসেবে আমিও মনোনয়ন প্রত্যাশা করেছিলাম। তবে, দলের হাইকমান্ডের সিদ্ধান্তে খন্দকার জিয়াউল ইসলাম জিয়া ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তকেই সর্বোচ্চ মূল্য দিয়ে আমরা এখন সবাই তার হয়ে মাঠে কাজ করবো।’
‘দলীয় ঐক্য অটুট রেখে সুন্দরগঞ্জে বিজয় ছিনিয়ে আনতেই হবে। এই লক্ষ্যেই সবাইকে একসাথে, এক প্ল্যাটফর্মে, এক শক্তিতে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
কেকে/এমএ