ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মিলি (৩৫) নামে এক নারী নিহত হয়েছে।
তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার কাজীর স্ত্রী।
পরিবারের সদস্যরা জানায়, সম্প্রতি একমাত্র স্কুল পড়ুয়া মেয়ে পরিবারের অমতে প্রেমের টানে পালিয়ে যাওয়ার কারনে ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টায় ভাঙ্গা উপজেলার বালিয়া রেললাইন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলি বেগমের মেয়ে আশিকা (১৪) ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। কয়েকদিন আগে আশিকা এক ছেলের সঙ্গে পালিয়ে যায়। পরে তাকে ভাঙ্গা থানা পুলিশের সহায়তায় ফিরিয়ে আনেন তার মা মিলি বেগম। গতকাল সোমবার মেয়েকে কোচিং করাতে ভাঙ্গা বাজারে নিয়ে যান। সেখান থেকে পুনরায় মেয়েটি পালিয়ে যায়। এরপর থেকেই মিলি বেগম মানসিকভাবে ভেঙে পড়েন এবং আর বাড়িতে ফেরেননি।
আজ সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মিলি বেগম। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, মেয়ের এমন ঘটনার পর থেকে মিলি বেগম অত্যন্ত কষ্টে ও লজ্জায় এমন ঘটনাটি ঘটাতে পারেন।
কেকে/বি