বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
দেশজুড়ে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ঘুরেফিরে প্রবীণদের হাতে বিএনপির মনোনয়ন
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নতুন ও পুরাতন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতিমধ্যে গ্রামাঞ্চলের আড্ডা কিংবা শহরের চায়ের দোকানে তুমুল আলোচনা চলছে। পাড়া-মহল্লায় ভোট প্রদান নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে কোন দলের প্রার্থী শেষ পর্যন্ত বিজয়ী হবেন এ নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর থেকে রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজার-১ থেকে-৪ আসন পর্যন্ত নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, চারবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরীকে দলীয় প্রার্থী হিসাবে কক্সবাজার-৪ আসন থেকে মনোয়ন করা হয়েছে। 

এদিকে গত পরশু জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রত্যাশিতভাবেই প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন দলের অভিজ্ঞ ও আলোচিত নেতারা। সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কান্ডারী হয়েছেন। কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন। 

এদিকে দলের সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, আর কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। তবে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি বলে জানানো হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় লুৎফুর রহমান কাজল বলেন, আমি জনগণের রাজনীতি করি, দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। কক্সবাজারের মানুষ সব সময় বিএনপির পাশে ছিল, আছে, থাকবে। জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।

শাহজাহান চৌধুরী বলেন, এটি আমার জন্য দায়িত্ব ও চ্যালেঞ্জ। উখিয়া-টেকনাফের মানুষের আস্থা অর্জনই আমার মূল লক্ষ্য। জনগণই আমার শক্তি। তারা যদি আমার পাশে থাকে, তাহলে ইনশাআল্লাহ আবারও ন্যায়, অধিকার ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো।

প্রিয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার পর জেলাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সমর্থকেরা মিষ্টি বিতরণ, ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ মিছিলসহ উল্লাস প্রকাশ করেছেন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় দলের দলীয় তৃনমূল নেতাকর্মীরা তাদের পছন্দের নেতার পক্ষে ঘরে ঘরে গিয়ে লিফলেট সহকারে প্রচারণা শুরু করেছে। কক্সবাজারে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এর হয়ে প্রচারণা চোখে পড়ার মতো। অন্যান্য দল এখনো মাঠে প্রচারণায় দেখা যাচ্ছে না এমনটা নজরে এসেছে। 

অন্তর্বতী সরকারের পক্ষ থেকে আগামী ফ্রেরুয়ারি মাসে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এমন খবরে কক্সবাজার সদর-৩ আসনের  বিভিন্ন দলের নেতাকর্মীরা তাদের পছন্দের নেতাকে নমিনেশন কনফার্ম করতে মাঠেঘাটে চষে বেড়াচ্ছে। উঠান বৈঠক থেকে শুরু করে সব জায়গায় চষে বেড়াচ্ছে দলের হয়ে নমিনেশন পাবেন বেশ কয়েকজন নেতা। 

বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক সংসদ লুৎফুর রহমান কাজলের সমর্থকরা কক্সবাজার সদর-৩ আসনে (ঈদগাও, রামু কক্সবাজার সদর) প্রতিদিনি ঘরে ঘরে গিয়ে লুৎফুর রহমান কাজলের সালাম পৌঁছে দিচ্ছেন। তিনি নিজেও প্রতিদিন কোন না কোন দলের প্রোগ্রামে গিয়ে সবার সাথে মত বিনিময় করছেন এমনটা নজরে এসেছে। 

দলের পক্ষ থেকে জানা যায়, কক্সবাজার সদর আসনের লুৎফর রহমান কাজল ছাড়া অন্য কোন বিকল্প নেই। তিনি সাবেক সংসদ সদ্যস থাকাকালিন কক্সবাজার-৩ আসনে বেশ উন্নয়ন করেছিল। তার ধারাবাহিকতা বজায় রাখতে লুৎফুর রহমান কাজলকে আবারো সংসদে পাঠাতে চান তার সর্মথকগণ। 

কক্সবাজার সদর, রামু ঈদগাও ঘুরে দেখা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ সুনাম ছড়িয়ে পড়েছে। যদিওবা কয়েকজন নেতা কর্মীর কারণে একটু বিব্রত অবস্থায় থাকলেও তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে এমনটা জানা গেছে। এদিকে বিএনপির হাতকে আরো শক্তিশালী করতে প্রতিদিন কক্সবাজার দলীয় কার্যালয়ে কার্যক্রম চালু রয়েছে। তাছাড়া বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে দলীয় নেতাদের সংগঠনের প্রতি কাজের আগ্রহ বাড়াচ্ছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর কক্সবাজার জেলা সহ-সভাপতি জাবেদ ইকবাল জানান, কক্সবাজারকে একটি উন্নত ও মড়েল পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে লুৎফুর রহমান কাজল ভাইয়ের বিকল্প নেই। কক্সবাজার জেলা বাসি আশা করছি এবার ভুল পথে এগুবেন না।  

পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমদ। অন্তর্র্বতী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।

এদিকে জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে নতুন এবং পুরাতন মিলে কত ভোটার হয়েছে তা আগামী ১৮ নভেম্বরে প্রকাশ করা হবে। 

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী
আবুল সরকারকে মুক্তি দিলে অবস্থান কর্মসূচির ঘোষণা মাদানীর

সর্বাধিক পঠিত

নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close