ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) মাসুদ অরুন এবং মেহেরপুর-২ (গাংনী) আমজাদ হোসেনকে বিএনপির এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেহেরপুর জেলার ২টি আসনসহ ২৩২টি আসনের তালিকা প্রকাশ করেন।
মনোনয়নের তালিকা প্রকাশের পর আমজাদ হোসেন ও মাসুদ অরুন সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। নেতাকর্মীরা প্রিয় নেতাদেরকে অভিনন্দন জানাতে ভিড় করেছেন তাদের কার্যালয়ে। বিভিন্ন এলাকায় চলছে আনন্দ মিছিল।
মাসুদ অরুন মেহেরপুর-১ আসনে বিএনপির সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
আমজাদ হোসেনও সাবেক এমপি। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি যেকয়টি আসন পেয়েছিল তার মধ্যে আমজাদ হোসেনের মেহেরপুর-২ আসনটি অন্যতম।
আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে মেহেরপুর ১ আসন থেকে তিনজন গুলশান অফিসে ডাক পেয়েছিলেন। তারা হলেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
মেহেরপুর-২ আসন থেকে গুলশানে ডাকা হয়েছিল সাবেক সাংসদ আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে।
মেহেরপুর-১ ও মেহেরপুর ২ আসনের এই মনোনয়ন জনরায়ের বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দিয়েছেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
তিনি বলেন, ‘যারা ১৭ বছর যুলুম-নির্যাতন, মামলা-হামলা সহ্য করে তৃণমূল নেতাকর্মীদের সাথে ছিলেন তাদেরকেই দল মূল্যায়ন করেছে।’
কেকে/এমএ