ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরীর দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছে তার অনুসারীরা।
সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে এ অবরোধ করতে দেখা যায়।
সন্ধ্যা সাড়ে সাতটায় ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজুল আলম ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে আসলাম চৌধুরীর সমর্থকদের নিয়ে সড়ক অবরোধ করে। দীর্ঘ ৯ বছর কারা নির্যাতিত নেতা বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে চট্টগ্রাম-৪ থেকে বিএনপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা না করলে অবরোধ তুলে নেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি দেন।
সন্ধ্যা সাড়ে ছয় বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার। এ সময় তাকেও সড়কে টায়ার জ্বালিয়ে নেতাকর্মীদের নিয়ে সড়কে বসে পড়তে দেখা যায়।
এ সময় আসলাম চৌধুরীকে উদ্দেশ্য করে আলমগীর বলেন, ‘সীতাকুণ্ড যখন অবরুদ্ধ করেছিলাম, তখন আপনার যুবদল কোথায় ছিলো। আপনার স্বেচ্ছাসেবকদল কোথায় ছিলো। আপনার ছাত্রদল কোথায় ছিলো। কিন্তু ৫ আগস্টের পরে আপনাকে বসন্তের কোকিলেরা কিনে ফেলেছিলো। আজকে তারা যদি আপনাকে ভালো বাসতো, এই মুহুর্তে রাজপথে চলে আসতো। আপনাকে বলে দিতে চাই, আপনি মানুষ চিনেন। আপনার মানুষ চেনার দরকার আছে। আপনার সহজ সরলতার সুযোগ নিয়ে আপনার ব্যবসায় বাণিজ্য নষ্ট করেছে। আপনার সবকিছু নষ্ট করেছে।’
তিনি আরও বলেন, ‘কুমিরা যুবদল জানিয়েছে, রক্ত দিয়ে হলেও আপনাকে সীতাকুণ্ড-৪ আসনে দেখতে চায়।’
মহাসড়ের অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানান বিএনপি নেতা মোরসালিন।
উল্লেখ্য, এই আসনে কাজী সালাউদ্দিনের নাম ঘোষণার পর থেকেই এই উত্তেজনা ছড়িয়ে পড়ে সীতাকুণ্ডজুড়ে।
কেকে/এমএ