ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়বেন মাহবুবের রহমান শামীম।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা প্রকাশ করেন।
জানা যায়, মাহবুবের রহমান শামীম দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি হাতিয়া উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দলের দুঃসময়ে ত্যাগ ও নিষ্ঠার জন্য স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।
মনোনয়ন ঘোষণার পরপরই হাতিয়া উপজেলা ও পৌরসভা জুড়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিলের মাধ্যমে মাহবুবের রহমান শামীমকে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, ধানের শীষের এই প্রার্থী হাতিয়ার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের প্রতীক হয়ে উঠবেন। জনগণ বিপুল ভোটে তাকে বিজয়ী করবে।
কেকে/ আরআই