কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, মশুর, ভুট্টা, বাদাম, খেসারী, শীতকালীন পেঁয়াজ, মুগ, সূর্যমুখী, অড়হড় ফসলের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে উপজেলার ৪ হাজার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক।
কেকে/এমএ