নোয়াখালীর হাতিয়ায় বিপুল পরিমাণ চোরাই কয়লা ও পাচারে ব্যবহৃত চারটি কার্গো বোটসহ দুই জন চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দকৃত কয়লার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
জানা যায়, গত ১ নভেম্বর (শনিবার) দুপুর ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক ৪টি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১শত ৪০ টন চোরাই কয়লা জব্দ করা হয়। এ সময় দুই জন চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিপুল পরিমাণ কয়লা চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে ক্রয় করা হয়েছিল এবং তা পাচারের উদ্দেশ্যে হাতিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পরবর্তীতে জব্দকৃত কয়লা, চারটি বোট ও আটক দুই পাচারকারীকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয় আইনি প্রক্রিয়ার জন্য।
আটককৃতরা হলেন—নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং দাসের হাট কলাপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত ও চর ইশ্বর পুরাতন বাজার এলাকার মো. বেলাল হোসেনের ছেলে শাহেদ মিয়া।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় সকল প্রকার অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জলদস্যুতা, মাদকদ্রব্য, মানব পাচার, চোরাচালান এবং অবৈধভাবে মাছ ধরা রোধে কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্যক্রম চলমান থাকবে।”
কেকে/ আরআই