বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      
দেশজুড়ে
আবদুল হালিম
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৬:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই সনদই হতে পারে জাতির মুক্তির পথনকশা।”

তিনি বলেন, “নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠন সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই ছাত্র-জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।”

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল হালিম বলেন, “আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। ইতোমধ্যে উচ্চকক্ষে এ পদ্ধতির বিষয়ে সকল রাজনৈতিক দলের ঐকমত্য হয়েছে; ইনশাআল্লাহ নিম্নকক্ষেও ভবিষ্যতে তা হবে। অন্যথায় নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামী জালিমদের পুনরুত্থানের সুযোগ দেবে না; গণতন্ত্রমনা সকল দলকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা চলবে না। জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিয়ে প্রয়োজনীয় সংস্কার ও খুনি-দুর্নীতিবাজদের বিচার করতে হবে। বিদ্যমান কাঠামো পরিবর্তন না হলে হাজারো ছাত্র-জনতার রক্তদান ব্যর্থ হবে।”

তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে জুলাই জাতীয় সনদের টেকসই আইনিভিত্তি দেওয়ার লক্ষ্যে আগামী নভেম্বরে গণভোট আয়োজন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) কার্যকর করা ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে জামায়াতে ইসলামী ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করেছে।”

হালিম বলেন, “আগামী নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগে বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার অবশ্যই করতে হবে।”

তিনি আরও যোগ করে বলেন, “দীর্ঘদিনের জুলুম-নির্যাতনের পর আজ দেশের মানুষ ইসলামমুখী হয়েছে। দেশের স্বার্থে সবাইকে একত্রিত হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।”

উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম এবং নায়েবে আমীর ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।

উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সামিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, পৌর জামায়াতের আমীর একরামুল হক, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি সাজ্জাদ হোসাইন আমুশ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন, উপজেলা যুব বিভাগের সভাপতি ইব্রাহিম আলী সরকার, উপজেলা ওলামা বিভাগের সভাপতি শাহজাহান আলী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম প্রমুখ।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  জুলাই সনদ   জামায়াতে ইসলামী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী
আবুল সরকারকে মুক্তি দিলে অবস্থান কর্মসূচির ঘোষণা মাদানীর
অনাকাঙ্খিত মৃত্যু থেকে বাঁচার দোয়া

সর্বাধিক পঠিত

পঞ্চগড়-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আসাদুজ্জামান নূর
নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close