কিশোরগঞ্জের ইটনা উপজেলার পূর্বগ্রাম দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসা প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ‘দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা’ এর আয়োজনে এক ব্যতিক্রমধর্মী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্পে চোখের ছানি, চোখের বিভিন্ন সমস্যার প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় রোগীদের জন্য ছানি অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। রোগীদের সেবা দেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহীন রেজা চৌধুরী।
দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসা নেন। রোগ নির্ণয়ের পর আয়োজক সংস্থা বাছাইকৃত রোগীদের ঢাকায় ফ্রি ছানি অপারেশনের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন পূর্বগ্রাম দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসার কর্তৃপক্ষ ও স্থানীয়রা।
কেকে/বি