কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর জনাব আলী পাড়ায় দীর্ঘদিনের প্রত্যাশিত ধুরুমখালী উত্তর জনাব আলী পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (৩১ অক্টোবর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করবেন উখিয়া উপজেলা জামায়াতের আমীর হযরত মাওলানা আবুল ফজল সাহেব।
উদ্বোধনের পরপরই নবনির্মিত মসজিদে প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষিত যুব সমাজ, ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসী ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা যায়। উদ্বোধনের মধ্য দিয়ে মাদ্রাসার ফোরকানিয়া শিক্ষা কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হবে। মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় এলাকার যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে কাজ করেছেন।
তারা জানায়, ধর্মীয় ও শিক্ষামূলক এই প্রতিষ্ঠান এলাকাবাসীর জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে।
মসজিদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের এই অঞ্চলটি অনেক পিছিয়ে পড়া এবং নানা ধরনের দুর্ভোগপূর্ণ এলাকা। এখানে এমন একটি জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা সমাজ ও দেশের জন্য অত্যন্ত উপকারী হবে। ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক ও ধর্মীয় শিক্ষার আলোকবর্তিকা হিসাবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এছাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এলাকার মানুষ বহু বছর ধরে একটি স্থায়ী মসজিদ ও মাদ্রাসার জন্য অপেক্ষা করেছেন। সবার সহযোগিতায় আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। আমরা চাই এই প্রতিষ্ঠানটি কোরআন-সুন্নাহর আলোকে সমাজকে আলোকিত করুক এবং মানবকল্যাণে কাজ করুক।’
দল-মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমানকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজকরা আন্তরিকভাবে আমন্ত্রণ জানায়।
কেকে/বি