ফরিদপুর সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের হানিফ হাজীর ডাঙ্গী গ্রামসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টায় নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
ফরিদপুর কোতোয়ালি নৌ পুলিশের এসআই মো. আবুজর গিফারী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, প্রায় ৮ থেকে ১০ দিন আগে মারা গিয়ে নদীতে ভেসে এসেছে। লাশের বিভিন্ন অংশ নদীর মাছ খেয়ে ফেলেছে বা ক্ষয়ে গেছে। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘নৌ পুলিশ লাশটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি অজ্ঞাত নারীর লাশ বলে জানা গেছে। নৌ পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।’
পুলিশের পক্ষ থেকে জানা যায়, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কেকে/বি