শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরে ডুবে লাবিব হাসান নামের এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব ওই এলাকার আঙ্গুর মিয়ার একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে পানির বোতল নিয়ে খেলছিল লাবিব। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে উঠানের পূর্ব পাশে অবস্থিত পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে শিশুটির দাদা রেজাউল করিম পুকুরে নেমে লাবিবকে উদ্ধার করেন, তবে ততক্ষণে শিশুটি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেকে/ আরআই