চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় অসহায় মুক্তা দত্তের পরিবার পাশে দাঁড়িয়েছেন এডভোকেট সাইফুর রহমান।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে মুক্তা দত্তের বাড়িতে গিয়ে ঘর করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
জানা যায়, স্বামীর মৃত্যুর পরে অসহায় মুক্তা দত্ত দুই সন্তান নিয়ে মিরসরাই পৌরসদরের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় কষ্টে দিন কাটাচ্ছেন। মাথা গোঁজার ঠাঁই ছিল না তার।
এ অবস্থায় সাইফুর রহমান তাদের পরিবারের খোঁজখবর নিয়ে থাকার জন্য ঘর করে দেওয়ার আশ্বাস দেন।
সাইফুর রহমান বলেন, ‘বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে জামায়াতে ইসলামী নৈতিক দায়িত্ব এবং ইবাদত মনে করে। আগামীতে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ও সর্বস্তরের মানুষের অধিকার ফিরে পেতে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। জামায়াত কেবলমাত্র নির্বাচন উপলক্ষ্যে নয়, সারা বছরই নিরন্ন মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে। জামায়াত ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’
এ প্রচেষ্টায় শামিল হতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি আহ্বান।
কেকে/ এমএ