পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার সন্ধ্যা ও কচা নদীর বেকুটিয়া এলাকা থেকে ৫ জেলেকে আটক করে উপজেলা মৎস্য বিভাগ। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এ রায় দেন।
ভ্রাম্যমাণ আদালত বেকুটিয়া গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে হাসান হাওলাদারকে, একই গ্রামের আলী হোসেনের ছেলে মাইনুলকে, পিরোজপুর সদর উপজেলার ছোরাপ খানের ছেলে রাজু খানকে, একই এলাকার খলিল মুন্সির ছেলে জাফরকে তিন দিন এবং পিরোজপুর সদর উপজেলা রানীপুর এলাকার মুসলেম আলী শেখের ছেলে আ. রশিদ শেখকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা ও কচা নদীতে ইলিশ ধরায় ৫ জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কেকে/ আরআই