বরিশাল জেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এফএএআইএ, আইটিদের সঙ্গে কৃত্রিম প্রজনন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের আয়োজনে বরিশাল নগরীর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রাণি সম্পদ অধিদপ্তর, কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণি সম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের উপপরিচালক (পরিসংখ্যান) ড. মো. সফিকুর রহমান।
সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণি সম্পদ দপ্তরের পরিচালক মো. মাহফুজুল হক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মেহেদী হাসান ভূঁইয়া।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. নাসির উদ্দীন আহমেদ।
এছাড়াও সভায় বরিশাল জেলার এফএএআইএ, আইটিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গবাদি পশুর কৃত্রিম প্রজননের মাধ্যমে যৌন মিলন ছাড়াই শুক্রাণু ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে দুধ ও মাংস উৎপাদন বাড়ানো যায় এবং উন্নত জাতের গবাদি পশু তৈরিতে এ পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে উচ্চ-প্রজননক্ষমতার ষাড়ের সিমেন সংগ্রহ করে তা দিয়ে অনেক গাভীকে গর্ভধারণ করানো সম্ভব হয়। এটি পশুসম্পদের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর জন্য অভিজ্ঞ পশুচিকিৎসক বা প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন হয়।
কেকে/এজে