বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১৫ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, বেসরকারি চাকরি জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীসহ শিক্ষক আন্দোলনে সংহতি প্রকাশকারী সকল রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা র্যালি ও আলোচনা সভা করেছে শালিখা উপজেলার সর্বস্তরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা সদর আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে শুভেচ্ছা র্যালি শুরু হয়ে আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে শালিখা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
আড়পাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ইমদাদুল ইসলাম টিকু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বেসরকারি চাকরি জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমরেশ বসু, মাগুরা এজি একাডেমির অধ্যক্ষ জহিরুল ইসলাম, আড়পাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রইচ উদ্দিন তুষার, মাগুরা জেলা শিক্ষক সমিতির সভাপতি বাহারুল ইসলাম, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আলী আহসান, শালিখা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অহিদুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন সিজার ও দপ্তর সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণে ১৫ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নেতৃত্বদানকারী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
কেকে/ আরআই