শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইমাম-খতিব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার টান মুশুরী সফুরা কমিউনিটি সেন্টারে এ কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার। নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলাউদ্দিন আল আজাদীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আদিশিয়া গ্রুপের চেয়ারম্যান আরমান মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, মহাসচিব মুফতি শরিফ উল্লাহ তারেকী, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুল্লাহ বিন রফিক।
কনফারেন্সে শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন নবসুর শিল্পীগোষ্ঠী ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন।
এ সময় বক্তারা বলেন, ইসলাম ধর্ম কখনো কঠোরতা দিয়ে, ভয় দেখিয়ে দাওয়াত দেয় না। হিকমাহর সাথে ডাকতে হয়। ইমাম, খতিব ও মুয়াজ্জিনগং স্ব স্ব এলাকার প্রতিনিধি। তারা মসজিদ থেকে কুরআন হাদিসের আলোকে বয়ান করবেন। এতে ভয় পাওয়ার কিছু নাই।
কেকে/বি