পটুয়াখালীর বাউফলের আাদাবারিয়া ইউনিয়নে মাধবপুর বাজারের পাশে বশির শিকদারের ঘর ভেঙ্গে একই এলাকার সবুজ চৌকিদারের বিরুদ্ধে বাউন্ডারি দেয়াল দিয়ে জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বাউফল থানায় এই ব্যাপারে একটি অভিযোগ হয়।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আদাবারিয়া ইউনিয়ন মাধবপুর এলাকার বশির শিকদারের জমিতে ওই একই এলাকার সবুজ চৌকিদার বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে দেয়াল নির্মাণ করে জমি দখল করে নেয়।
প্রতিবেশী বশির শিকদারকে কোন প্রকার কথা না বলে তার ঘরের মাঝখান দিয়ে রাতের অন্ধকারে পেশি শক্তির বলে জমি দখল করে নেয় সবুজ চকিদার।
বশির শিকদার পেশায় একজন রাজ মিস্ত্রি। তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। এলাকায় আসলে সবুজ চৌকিদার বশির শিকদারকে মেরে ফেলার হুমকি দেন।
সবুজ চৌকিদার ও তার স্ত্রী দস্যু প্রকৃতির হওয়ায় বাড়িতে থাকতে পারছেন না বশির শিকদার। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
এ বিষয়ে সবুজ চৌকিদার বলেন, ‘আমার ক্রয়কৃত জমি আমি ঘর ভেঙ্গে দখল করে নিয়েছি। বশির সিকদার ও স্থানীয় গণ্যমান্যদের কথায় আমরা আপস মীমাংসার চেষ্টা করছি এবং কাজ বন্ধ করে রেখেছি।’
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি আখতারুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
কেকে/বি