পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে জায়ান ইসলাম (৫) নামে এক শিশু শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দাশেরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জায়ান ইসলাম দাশেরকাঠি গ্রামের ওষুধ ব্যবসায়ী জাহিদুল ইসলামের ছেলে। সে কচুয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্হানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিশু জায়ান বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাইনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু জায়নকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানায়, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।
কেকে/বি