বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের উদ্যোগে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩অক্টোবর) সকালে মামুন মাহমুদের নিজস্ব ব্যবস্থাপনায় উদ্বোধনকৃত মেডিকেল ক্যাম্পে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক সারাদিন রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।
ক্যাম্পে আসা রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের পাশাপাশি ডেঙ্গু, ডায়াবেটিস, রক্তের গ্রুপ ও চক্ষু পরীক্ষা এবং চশমা বিতরণ করা হয়।
সকাল দুপুর ২টা পর্যন্ত মোট ৯৫২ জন রোগী এই ক্যাম্পে চিকিৎসাসেবা নেন।
অনুষ্ঠানে মামুন মাহমুদ বলেন, ‘চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, এটা রাষ্ট্রের নিশ্চিত করার কথা। কিন্তু গত ১৫ বছরে অব্যবস্থাপনা ও লুটপাটের কারণে চিকিৎসা ব্যবস্থা আজ ধ্বংসের মুখে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য ‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘সার্বজনীন চিকিৎসা’ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ৩১ দফা ঘোষণা করেছেন। তিনি বৃটেনের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থার আদলে বাংলাদেশে এমন একটি সেবা চালু করবেন, যাতে ধনী-গরিব নির্বিশেষে সবাই চিকিৎসা পায়।’
তিনি আরও বলেন, ‘আপনারা যদি আগামী নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে জনগণের সেবা করার সুযোগ দেন, তাহলে আমরা দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো। আমি আজ সোনারগাঁয়ে নিজ উদ্যোগে এই চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছি, তবে এটি আজকের জন্য নয় —সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে এভাবেই বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নবজাতক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান, বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. আমিনুল হক, কিডনি বিশেষজ্ঞ ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. ফরহাদ হাসান চৌধুরী, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কেকে/এমএ