বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতনভাতা গ্রহণের অভিযোগে বান্দরবানের আলীকদম উপজেলার তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩ জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা পরিষদের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর।
জানা গেছে, বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যানের কাছে পত্র প্রেরণ করেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ১৩ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়।
বিদ্যালয়গুলো হলো— আলীকদম উপজেলার রেংপুং হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইতুমণি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেনকিউ মেনকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অভিযুক্ত শিক্ষকরা হলেন—রেংপুং হেডম্যানপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক হারুণ অর রশিদ, নার্গিস তামান্না, হাবেকুন্নার ও মোতাহের বেগম। রাইতুমণিপাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্বাস উদ্দিন, রিয়াজুল জান্নাত ও মো. জাবেদ। মেনকিউ মেনকপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাজীব ম্রো, সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, কোহিনুর আক্তার, বদিউর রহমান রুস্তম ও রোমেন দাশ।
সূত্রে জানা যায়, এই শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে না গিয়ে বেতন ভাতা গ্রহণ করছিলেন। কেউ কেউ নিজের স্থানে অন্যকে পাঠিয়ে ব্যবসা-বাণিজ্যে যুক্ত ছিলেন।
বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পরিণয় চাকমা বলেন, আমরা দ্রুত সময়ে এই শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করবো, আর এই বিষয়ে আমাদের পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিভাগীয় মামলা করার অনুমোদন দিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
কেকে/ আরআই