রংপুরের তারাগঞ্জে উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে মো. আতাউর রহমান নামে এক ব্যক্তি ও তার পরিবারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ চলমান মামলার জমি দখলের চেষ্টা চালাচ্ছে এবং বাধা দিতে গেলে আতাউর রহমানকে হত্যার হুমকি দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বুড়িরহাট বাজারে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলেন আতাউর রহমান।
সংবাদ সম্মেলনে আতাউর রহমানে অভিযোগ করেন, তার সঙ্গে একই এলাকার খলিলুর রহমান ও তার পরিবারের জমি সংক্রান্ত বিরোধ ২০১৬ সাল থেকে চলছে।
আতাউর রহমানের দাবি, তার দাদা কাইল্টা মামুদের মৃত্যুর পর দাদার তিন সহোদর—ছমির, আব্দুল জব্বার ও এজার ও তাদের বংশধররা যৌথভাবে থাকা সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে মাঠ জরিপে নিজেদের নামে অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করেন। বিষয়টি টের পেয়ে তিনি রেকর্ড সংশোধনী ও বাটয়ারা মামলা দায়ের করেন, যা এখনো আদালতে বিচারাধীন।
আতাউর রহমান জানান, মামলা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে তার পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মতো ঘটনা ঘটিয়েছে। গত সোমবার (২০ অক্টোবর) দুপুরে প্রতিপক্ষ জমি দখলের উদ্দেশ্যে মাপযোগের আয়োজন করলে প্রতিবাদ জানাতে গেলে আতাউর রহমান ও তার পরিবারের সদস্যদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এ সময় আতাউর রহমানকে মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়। স্থানীয়দের উপস্থিতির কারণে তিনি প্রাণে রক্ষা পান।
আতাউর রহমান বলেন, “আমাদের লোকজনকে কাঁদাপানিতে চুবিয়ে মারা চেষ্টা করা হয়েছিল, বাড়িঘর ভাঙচুর ও ফলদ গাছ কাটা হয়েছে। এসব ঘটনায় মামলা এখনো রংপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।”
তার অভিযোগ, খলিলুর রহমানের দুই ছেলে—বড় ছেলে জিয়াউর রহমান (আওয়ামী লীগ ৮ নম্বর ওয়ার্ড সভাপতি) ও ছোট ছেলে জহুরুল ইসলাম—দলীয় পরিচয় ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার এবং জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। বর্তমানে জহুরুল ইসলাম বিএনপির স্থানীয় ওয়ার্ড সভাপতি হলেও তিনি এর আগে আওয়ামী লীগের নির্বাচনি স্ট্রাইকিং ফোর্সে দায়িত্ব পালন করেছেন।
আতাউর রহমান বলেন, “তারা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য কখনও আওয়ামী লীগ, কখনও বিএনপির নাম ব্যবহার করছে। মূল উদ্দেশ্য আমাদের পারিবারিক সম্পত্তি দখল করা।”
এ বিষয়ে অভিযুক্ত খলিলুর রহমান বলেন, আতাউরের দুই চাচা জমি বিক্রি করেছে আব্দুর রউফের কাছে। রেকর্ডমুলে সেই জমি গত সোমবার সীমানা নির্ধারণ করে দিয়েছি। সেকারণে ওই দিন দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে।’
কেকে/ এমএ