ভৈরব হাইওয়ে থানায় রাত্রীকালীন ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় নাজমুল (২৮) নামে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।
নিহত কনস্টেবল নাজমুল হক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মান্দারকান্দি গ্রামের মো. রাজু মিয়ার ছেলে। তিনি ২০১৩ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরে ২০২০ সাল হতে হাইওয়ে পুলিশে যোগদান করেন। বৈবাহিক জীবনে ২ বছর বয়সের এক ছেলে সন্তানের জনক তিনি।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেন, নাজমুল, আনিসুর রহমান, শাহ আহসান হাবিবসহ জরুরী ডিউটি চলাকালে ভৈরব থানার কালিকাপ্রসাদ বাজারের কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভৈরবগামী লেনের পাশে দাঁড়িয়ে ঢাকা মেট্রো ড-১২-৫৮১৫ ট্রাক চালকের সাথে কথা বলার সময় ভৈরবগামী বেপরোয়া একটি ট্রাক পুলিশ পিকআপ ভ্যানের ডানপাশে সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে পুলিশ সদস্য নাজমুল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) জানান আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেকে/ এমএস