চট্টগ্রাম রাউজান নোয়াপাড়ার কাপ্তাই সড়কে রাউজানের সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বিএনপি নেতা ও ব্যবসায়ী আবদুল হাকিমকে গুলি করে হত্যার প্রতিবাদে রাউজান উপজেলা ও পৌরসভা ছাত্রদলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার নোয়াপাড়ায় মশাল মিছিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তসলিম উদ্দিন ইমন।
উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটনের সভাপতিত্বে ও রাউজান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি, রাউজান উপজেলা ছাত্রদল নেতা বাপ্পা দাশ, পারভেজ আলম, শাহ নেওয়াজ, পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ ইমন, ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক মো.আব্দুল কাদের, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরাফাত নয়ন, উত্তর জেলা ছাত্রদল সদস্য মহিনুল ইসলাম পিংকু, পৌরসভা ছাত্রদল নেতা রুমান, রাউজান উপজেলা তরুন দলের সভাপতি নাঈম, ছাত্রদল নেতা ফোরকান, সোহেল খান, পৌরসভা ছাত্রদল নেতা ওসমান, ছাত্রদল নেতা কবির হোসেন রিদয়, উপজেলা তরুন দলের সাংগঠনিক সম্পাদক রাউজান সায়েম, আনিস, অনি, সাকিব প্রমূখ।
মশাল মিছিলটি কাপ্তাই সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
এছাড়া মশাল মিছিলে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন কলেজ পর্যায়ের ছাত্রদল নেতা-কর্মী অংশ নেন।
মশাল মিছিল শেষে নোয়াপাড়া চত্বরে এসে সকলেই সমাবেশে মিলিত হন।
এ সময় বক্তারা উপজেলা বিএনপি নেতা আবদুল হাকিমের হত্যার তীব্র নিন্দা জানায়।
বক্তারা আরো বলেন, একজন ব্যবসায়ী ও বিএনপি নেতা আবদুল হাকিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে অস্ত্রধারী একদল মোটর সাইকেল আরোহী আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে।
কেকে/বি