বিভিন্ন দেশের অভিবাসী ও কাতারি নাগরিকদের ঘরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিতে আধুনিক ডিজাইনের সমাহার নিয়ে স্বল্পমূল্যে ফার্নিচার তৈরি করে ক্রেতাদের হাতে পৌঁছে দিতে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে ঈমন ফার্নিচার ট্রেডিং সেন্টারের দ্বিতীয় শাখা।
সোমবার (৬ অক্টোবর) বাণিজ্যিক এলাকা নাজমা শাফি হোটেলের পাশে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, শেখ উজ্জ্বল আহমেদ, সুমন আহমেদ, মাহবুর রহমানসহ সুক খারাজ মার্কেট ব্যবসায়ী বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে ৫০০ লোকের নৈশভোজের মাধ্যমে কাতারস্থ নবীনগর উপজেলার প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
এরপর দেশ ও জাতির সমৃদ্ধি ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
কেকে/বি