রাজধানীর হাজারীবাগের হাতেমবাগ এলাকা থেকে দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
শনিবার রাতে হাতেমবাগ রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সাকিব ও মো. মামুন হোসাইন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে হাতেমবাগ রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে মো. সাকিব ও মো. মামুন হোসাইন নামে দুই অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঢাকাসহ আশপাশের এলাকায় অস্ত্র, মাদক ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদাবাজি ও সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চারই ছিল তাদের প্রধান কাজ।
র্যাব আরও জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেকে/ আরআই