বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মেধাবী ও অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ইএসডিও)।
রোববার (৫ অক্টোবর) দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।
ইএসডিও-র এমআরএ প্রকল্পের আওতায় আয়োজিত এ আয়োজনে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২২ জন শিক্ষার্থীর মাঝে মোট ৬ লাখ ৯৬ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার এবং ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ যেসব শিক্ষার্থীরা বৃত্তি গ্রহণের এ সুবিধা গ্রহণ করছে, তারাও প্রতিষ্ঠিত হয়ে প্রত্যেকে একজন করে মেধাবী শিক্ষার্থীর দায়িত্ব নিলে তবেই এ ধরনের অনুষ্ঠানের স্বার্থকতা। এছাড়াও এ প্রথা অনুকরনীয় হলে কোন মেধাবী শিক্ষার্থী ঝরে পরবে না এবং কোন না কোন ভাবে তা দেশের সার্বিক উন্নয়নে জাতীয় পর্যায়েই ভূমিকা রাখবে।
কেকে/ আরআই