রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র্যাবের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন— মো. মনোয়ার হোসেন, মো. আবিদ হোসেন, মো. নুর ইসলাম, মো. বন্যা, মো. আ. লতিফ, মো. আলমগীর, মো. বুলু, মো. ফিরোজ, মো. আলামিন, মো. ভুট্টু, মো. আসলাম, মো. জাফর, মো. তাজউদ্দিন, মো. মাসুম, মো. জাবেদ, মো. মুরাদ ও মো. বাবু।
র্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় জনগণ ও গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও সেনাবাহিনীর যৌথ দল বিশেষ অভিযান চালায়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলা ছিনতাই ও মাদক ব্যবসা চালাতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা পূর্বে কারাভোগও করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
কেকে/ আরআই