দক্ষিণ চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোহাগাড়া উপজেলা উন্নয়ন সংঘ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) লোহাগাড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. দাউদ হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফাহাদ চৌধুরী ও রাকিবুল হাসান।
সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ বোরহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তৌহিদুল ইসলাম আফনান, মো. তারেক হোসেন, আব্দুল্লাহ সাদমান, শহিদুল ইসলাম, রাশেদ উদ্দিন, মো. সায়েম, আয়াত হোসাইন, তৌহিদ তালুকদার, তাহমিদ হাছান, আকরামুল হাসনাত, নিলয় হাছান, নুরুল কাদের, মুমিনুক হক সিফাত, আজিজুল হক জয়নাল।
মো. দাউদ হোসেন মানিক বলেন, ‘১ বছর অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা এ পর্যন্ত সফলভাবে এসেছি। এতে প্রত্যেকের অবদান অনস্বীকার্য।’
সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আরও সুন্দরভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও পরামর্শ দেন তিনি।
কেকে/ এমএ