‘সবার আগে বাংলাদেশ’- এ স্লোগানকে সামনে রেখে রক্ত আদান-প্রদানের তথ্যসমৃদ্ধ ‘রক্তস্পন্দন’ ওয়েব পেজের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর কাঁটাবনে আয়োজিত অনুষ্ঠানে এ ওয়েব পেজের উদ্বোধন করা হয়।
পেজটি স্ক্যান করার মধ্য দিয়ে উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। উদ্যোক্তা হিসেবে ছিলেন ডা. এমএ তাইফুল হক।
‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘সার্বজনীন চিকিৎসা’ ব্যবস্থার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই ওয়েব অ্যাপ চালু করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এই উদ্যোগের পেছনে সরাসরি নেতৃত্বে ছিলেন বিএসআইসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির যুগ্ম সদস্য সচিব এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ডা. এমএ তাইফুল হক, ডা. মো. মেহরাব হোসেন।
অনুষ্ঠানে মনোয়ারুল কাদির বিটু বলেন, ‘সাম্প্রতিক মাইলস্টোন ট্রাজেডির ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা। রক্তের অভাবে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছে। প্রচুর চাহিদা থাকায় নানা জটিলতা তৈরি হয়। তাই আমরা চাই, একটিমাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে সব ব্লাড ব্যাংক ও আগ্রহী ডোনারের তথ্য থাকবে, যাতে প্রয়োজনে সরাসরি ডোনারের সাথে যোগাযোগ করা যায়— কোনো ধরনের হয়রানি ছাড়াই ‘
তিনি আরও বলেন, ‘বিনামূল্যে এই প্লাটফর্ম ব্যবহার করে রক্তদানকারী এবং গ্রহীতা উভয়ের সহজ হবে।’
ওয়েব অ্যাপটির বিস্তারিত তথ্য, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ও ব্যবহারবিধি তুলে ধরে ডা. তাইফ বলেন, ‘ভবিষ্যতে এই ওয়েব অ্যাপ শুধু বিভাগীয় শহরেই নয়, বরং প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করা হবে। এতে সাধারণ মানুষ সহজেই রক্তদাতাদের সাথে যুক্ত হতে পারবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ডা. মো. মাহফুজুর রহমান মনি, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের একেএম মোস্তাফিজুর রহমান ইশমাম, মোবাশ্বির ইবনে বারী, মো. আশরাফ হোসেন।
কেকে/ এমএ