সীরাতুন্নবী (স.) উপলক্ষে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা, হামদ-না’ত ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ জামাল উদ্দিন।
তিনি বলেন, ‘হযরত মুহাম্মদ (স.) বিশ্ব মানবতার জন্য অনুপম অনুকরণীয় আদর্শ। মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.) ছিলেন মানুষের নবী, মানবতার নবী ও বিশ্ব নবী। তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, ঈমান ও ইসলামের দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। মদিনা মুনাওয়ারার রাষ্ট্র প্রধান হওয়ার পর সকলের ধর্মীয় স্বাধীনতা দিয়ে মদিনা সনদ প্রণয়ন করেন এবং সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও সম্পাদক মোশাররফ হোসেন খান।
কেন্দ্রের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ও এমএ তাওহিদের উপস্থাপনায় অনুষ্ঠানের অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়জীদ মাহমুদ, কবি জাকির আবু জাফর, অধ্যাপক আবু তাহের বেলাল, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি আল্লামা ইকবাল। শুভেচ্ছা বক্তব্য দেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) নির্বাহী পরিচালক মু. আবু মুসা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘একমাত্র রাসুলের (স.) সংস্কৃতি, আদর্শ, জীবন দর্শন সকলের জন্য শান্তি, কল্যাণ ও মুক্তি বয়ে আনতে পারে; যা অন্য কোন মতাদর্শে পাওয়া সম্ভব নয়।’
সভা শেষে হামদ-না’ত ও গজল সন্ধ্যায় রাসুলের শানে সংগীত পরিবেশন করেন শিল্পী আবু বকর সিদ্দিক, মশিউর রহমান, আমিরুল মোমেনীন মানিক, মহানগর, রাজধানী, সাইমুম, অনুপম, জাগরণ শিল্পীগোষ্ঠী, হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড ও ডিভাইন কালচালাল গ্রুপ।
শিশু-কিশোর শিল্পীদের মধ্যে জাহিন ইকবাল, মাহির মাহমুদ, আহনাফ আদিল শাফি, সুরাইয়া আক্তার সাইফা না’তে রাসুল পরিবেশন করেন।
কেকে/এমএ