জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরশুভগাছা আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন একটি পুকুরে অর্ধশতাধিক মরা ব্রয়লার মুরগি ফেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মাছচাষি মো. রফিকুল ইসলাম বাবু রোববার (২৮ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে চর চাঁদপুর এলাকার আব্দুর রহমান ওরফে গেদা মেম্বারের ছেলে মো. জাকিরুল ইসলাম জাই ও অজ্ঞাতনামা আরও ৫-৬জনকে অভিযুক্ত করা হয়েছে। জাকিরুল দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ওই আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর রাতে পুকুরে মরা মুরগি ও বিষ্ঠা ফেলায় পানিতে বিষক্রিয়া হয়ে মাছ মরতে শুরু করে। ভুক্তভোগী মাছচাষি জানান, ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা।
অভিযুক্ত জাকিরুল স্বীকার করে বলেন, “আমার খামারের মরা মুরগি কুকুর টেনে পুকুরে ফেলেছে। ভুল হয়ে গেছে, আমি সমঝোতায় রাজি আছি।”
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
কেকে/বি