জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ মাল্টা। সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই ঘোষণা দেওয়া হবে বলে মাল্টার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।
এর আগে, রোববার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। এর পরদিন জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে মাল্টা।
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের অবসান এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশগুলো। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ সোমবার একই ধরনের ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা প্রথমবারের মতো গত মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। পরবর্তীতে জাতিসংঘের সম্মেলন স্থগিত হওয়ায় মাল্টার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা পিছিয়ে যায়।
ফিলিস্তিনের পক্ষে দীর্ঘদিনের সমর্থনের ইতিহাস রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভূমধ্যসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র মাল্টার। দেশটি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থনের পাশাপাশি ইসরায়েলের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে।
সূত্র: রয়টার্স।
কেকে/ আরআই