৬ দফা দাবিতে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা পৌর শহরে এ কর্মসূচি শুরু হয়। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ৩ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল ক্ষেত্রকে এককভাবে দখল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএসসি ডিগ্রিধারীরা তিন দফা দাবি উত্থাপন করেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। তারা জানান, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা আন্দোলনে নেমেছেন।
শিক্ষার্থীরা বলেন, আমাদের ন্যায্য ৬ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।
শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো-
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করা।
২. কারিগরি শিক্ষাব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।
৩. প্রকৌশল কর্মক্ষেত্রে বৈষম্য বন্ধ করা।
৪. বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক তিন দফা দাবি প্রত্যাহার।
৫. ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত।
৬. কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
কেকে/ আরআই