নওগাঁর পোরশা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন ২০২৫ উপলক্ষে সম্প্রীতি ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, কৃষি কর্মকর্তা মামুনূর রশীদ, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাগর আলী।
এর আগে উপজেলা পরিষদের মিলনায়তনে রাকিবুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা ২টিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/ এমএ