সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এই সভা অনুুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমীর এস এম আবদুচ ছালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের বান্দরবান সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু প্রমুখ।
সভায় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার ও জেলা প্রশাসক এবারের শারদীয় দুর্গাপূজা বান্দরবানে সুন্দরভাবে উদযাপনের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান এবং প্রতিটি পূজা মন্ডপে পুলিশ, র্যাব, বিজিবি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি সনাতনী নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার আহ্বান জানান।
এ সময় পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোন গুজবে কান না দিতে আহ্বান জানান পুলিশ সুপার। প্রতিটি পুজামন্ডপে পর্যাপ্ত পরিমান আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে নিশ্চিত করে পুলিশ সুপার সবাইকে সুন্দরভাবে পুজা উদযাপনে এবং যেকোন প্রয়োজনে পুলিশের সহায়তা নিতেও আহ্বান জানান।
কেকে/ আরআই