রংপুরের কাউনিয়া উপজেলায় ধান ক্ষেতে পানি দিতে গিয়ে সেচ পাম্পের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ার হোসেন (৫৩) নামে কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দি ভুতছাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এলাকার মৃত আব্দুল ছোবহানের ছেলে মনোয়ার হোসেন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজের ধানের জমিতে পানি দেওয়ার জন্য যায়। এ সময় পাম্পের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারে শোক বিরাজ করছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা করা হয়েছে।’
কেকে/ এমএ