ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডিতে ওসি উল্লেখ করেন, কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে একটি রাজনৈতিক পোস্ট দিয়েছে। সেই পোস্টে বেগুনি রঙের ব্যাকগ্রাউন্ডে লেখা ছিল ‘শুভ কামনা ২১, ১৭, ০৮’। পরে বিষয়টি তিনি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে (প্রশাসন ও অর্থ) অবগত করেন।
জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওসির ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল ‘শুভ কামনা ২১, ১৭, ০৮’। এই তিনটি সংখ্যা ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের ব্যালট নম্বর। ফলে বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মোবারক হোসাইন বলেন, দায়িত্বশীল জায়গা থেকে একজন পুলিশ কর্মকর্তার এ ধরনের আচরণ অনভিপ্রেত।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ বলেন, একজন ওসি কীভাবে একটি রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালাতে পারেন?
এ বিষয়ে ওসি মোজাফফর হোসেন বলেন, আমাকে হেয় করার উদ্দেশ্যে আমার ফেসবুক আইডি হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে। আমার অফিসিয়াল আইডি থেকে এ ধরনের কিছু করা হয়নি। ব্যক্তিগত আইডিতে আমি খুব একটা সক্রিয় থাকি না, সর্বশেষ জুন মাসে একটি পোস্ট দিয়েছিলাম।
কেকে/ আরআই