বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
বিনোদন
বন্ধ হয়ে গেছে সাতক্ষীরার ১৩ সিনেমা হল, ধুকছে ‘লাবনী’
ইব্রাহিম খলিল, সাতক্ষীরা
প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা জেলায় আগে ১৪টি সিনেমা হল ছিল। এর মধ্যে এখনো ধুকে ধুকে চলছে সাতক্ষীরার সবচেয়ে পুরাতন ‘লাবনী সিনেমা হল’। একে একে বন্ধ হয়ে গেছে শ্যামনগরের লক্ষ্মী ও সুন্দরবন সিনেমা হল, কালিগঞ্জের জ্যাকি সিমেনা হল, দেবহাটার লাইট হাউজ ও ইছামতি ছিনেমা হল, কলারোয়ার জোনাকি ও পলাশ সিনেমা হল, আশাশুনির কুল্যার সোনালী সিনেমা হল, পাটকেলঘাটার চ্যালেঞ্জ ও মামুন সিনেমা হল ও তালার ফাল্গুনী সিমেনা হল।

সাতক্ষীরার ঐতিহ্যবাহী লাবনী সিনেমা হলের ম্যানেজার জারদিসুর রহমান বলেন, ‘শোর সময় হলে সিনেমা হলের সামনে ভীড় পড়ে যেত। এতো দর্শককে জায়গা দেব কোথায় তা ভেবে চিন্তিত হয়ে পড়তাম। টিকিট না পেয়ে অনেকে ভাঙচুরও করতো। কিন্তু এখন মানুষ আর সিনেমা হলে আসে না। দুইজন পাঁচজনকে নিয়েও শো চালাতে হয়। এই একটি হলটিই এখনো টিকে আছে। বাকী সব বন্ধ হয়ে গেছে। স্মার্ট ফোন, ইন্টারনেট এসে সিনেমা হলের আর কদর নেই।’

ফিতা ক্যাসেটের প্রচলন-ডিস লাইনের সম্প্রসারণ-ইন্টারনেটের বিস্তার ও স্মার্ট ফোনের সহজলভ্যতা- বিবর্তনের এই ধারা সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে সিনেমা হল কেন্দ্রিক বিনোদনে। এছাড়া মানুষের ব্যস্ততাও বেড়েছে, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে উন্নত হয়নি দেশের সিনেমাও। তাই, ক্রমেই দর্শক খরায় ভুগতে থাকা সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে একের পর এক। সেই সাথে সাতক্ষীরা স্টেডিয়ামের সার্কাস প্যান্ডেলে বোমা হামলার ঘটনাও মানুষকে সিনেমা হল বিমুখ করতে বেশ প্রভাব ফেলেছিল। এছাড়া সিনেমা হলগুলোর পরিবেশ ও অবকাঠামোগত অনুন্নয়নও বর্তমান প্রজন্মকে সিনেমা হলমুখী করতে ব্যর্থ হয়েছে।

এ প্রসঙ্গে জারদিসুর রহমান বলেন, ‘একটা সময় সিনেমা হল ছিল মানুষের বিনোদনের অন্যতম প্রধান উৎস। মানুষ তখন গ্রাম থেকে দল বেধে সিনেমা দেখতো আসতো। কিন্তু যখন ডিস লাইন পৌঁছালো ঘরে ঘরে, আর সবশেষ ইন্টারনেটের বহুল ব্যবহার মানুষকে একেবারেই সিনেমাহল বিমুখ করেছে। এক স্মার্ট ফোনই সিনেমা হলের ব্যবসায় ধস নামিয়ে দিয়েছে। মানুষের এখন তিন ঘণ্টা এক জাগায় বসে সিনেমা দেখার সময় ও সুযোগ কিছুই নেই। একইভাবে যাত্রা, সার্কাস ও পুতুল নাচও উঠে গেছে। ভারতীয় সিনেমা যেভাবে উন্নত হয়েছে, আমাদের তেমনটা হয়নি। সাতক্ষীরায় সর্বশেষ গত ঈদের পরে বন্ধ হয়ে গেছে সঙ্গীতা সিনেমা হল। ১০-১২ বছর আগে রক্সি সিনেমা হল বন্ধ হয়ে যায়। আর জেলার বিভিন্ন উপজেলার অন্যসব সিনেমা হলগুলোও বন্ধ হয়ে গেছে দেড়-দুই দশক আগে।

সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন বলেন, ‘২০০২ সালে সাতক্ষীরার রক্সি সিনেমা হল ও চলমান গুড়পুকুর মেলার সার্কাস প্যান্ডেলে এক সাথে বোমা হামলার ঘটনা ঘটে। ওই সময় মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। সাংস্কৃতিক অঙ্গনে বিপর্যয় দেখা দেয়। মানুষ ভয়ে সিনেমা হলে যাওয়া বন্ধ করে দেয়। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সিনেমা হলগুলো একে একে বন্ধ হয়ে যায়।’

শুধুমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ১৯১৩ সালে তৎকালীন জমিদার প্রাণ নাথ রায় চৌধুরীর পারিবারিক আত্মীয় বিনয় কৃষ্ণ ঘোষ ২৯ শতক জমি দান করেছিলেন, যেখানে স্থাপিত হয় দরবার হল। এই দরবার হলে নিয়মিত নাট্য চর্চা ও প্রদর্শনী হতো। এরপর ষাটের দশকে দরবার হলে ‘সিতারা টকিস’ নামে সপ্তাহে পাঁচ দিন সিনেমা প্রদর্শনী শুরু করেন মোজাম্মেল হক নামে এক ব্যক্তি। বাকী দিনগুলোতে চলতো নাট্য প্রদর্শনী, মাঝে মাঝে রাজনৈতিক অনুষ্ঠান। স্বাধীনতার পরে এসএম রুহুল আমিনের তত্ত্বাবধানে যাত্রা শুরু করে লাবনী সিনেমা হল। জেলার সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী এই সিনেমা হলটি এখনো টিকে রয়েছে। তবে, হারিয়েছে জৌলুস।

সিনেমা হলটিতে গিয়ে দেখা যায়, সেখানে এখন পুরাতন একটি সিনেমার প্রদর্শনী চলছে। নাম ড্যাম কেয়ার। দর্শক পাঁচজন। হলটি টিকিয়ে রাখতে পাঁচজনকে নিয়েই শো চালাচ্ছে কর্তৃপক্ষ। দর্শকরা বয়োবৃদ্ধ, তাদের মধ্যে তরুণ প্রজন্মের কেউ নেই।

জারদিসুর রহমান জানান, বর্তমান প্রজেন্মর কেউ এখন সিনেমা দেখতে আসে না। যারা বৃদ্ধ হয়ে গেছে, কোন কাজ নেই। তারা সময় কাটাতে আসে। আবার দুই একজন ভ্যানচালক, রিক্সা চালকও আসে। তবে, এখনো ঈদ কিংবা কোন উৎসবের সময় হল ভরে যায় দর্শকে। কিন্তু দর্শকের এই চাপ থাকে মাত্র এক বা দুই দিন। পরে আবার যা তাই। এ জন্য সিনেমা আনার যে খরচ, তা ওঠে না।

সাকিব খানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভালো সিনেমা আনতে অনেক খরচ হয়, আর সচারচার মানের সিনেমা আনতে দুই-তিন হাজার টাকা হলেই হয়। মাঝে মাঝে তাও ওঠে না।’

জারদিসুর রহমান বলেন, ‘এমনিতেই মানুষ এখন হল বিমুখ। তার উপর পরিবেশ ভালো না করলে মানুষ এখানে কেন আসবে? কিন্তু পরিবেশ ভালো করার উদ্যোগ বা মূলধন ব্যয় করবে কে? এভাবেই যে কয় দিন যায়?’

সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ বা লাবনী হল বাঁচাতে যা করতে হবে: দরবার হল বা লাবনী হল ভেঙে সেখানে বাণিজ্যিক মার্কেট বানানোর স্বপ্ন দেখছেন সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের একটি পক্ষ। এর বিপরীতে সেখানে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব করেছেন সাতক্ষীরার সাংস্কৃতিক পরিমন্ডলের লোকজন।

তাদের বক্তব্য, ইতোপূর্বে সাতক্ষীরা ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাবের নাট্য চর্চাও একইভাবে বন্ধ হয়ে গেছে। বহুতল মার্কেট হয়েছে, কিন্তু ড্রামেটিক ক্লাবের মূল উদ্দেশ্য নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই। সেখানে এখন আর নাটক হয় না, বসে জুয়ার আসর।

এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘বিনয় কৃষ্ণ ঘোষ দরবার হলের জায়গা দিয়েছিলেন থিয়েটার করার জন্য। সেখানে দীর্ঘসময় ধরে থিয়েটার হয়েছে, সিনেমা প্রদর্শনী হয়েছে, সারাদেশের নাট্য দল নিয়ে নাট্য প্রতিযোগিতা হয়েছে। নানা কারণে সবকিছু বন্ধ, এখন শুধু সিনেমা হলটি আছে। এটা ভেঙে মার্কেট করা হলে আর কখনো সিনেমা বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যবহারের সুযোগ থাকবে না। কিছু মানুষের মার্কেটের দোকান বরাদ্দ কেন্দ্রিক বাণিজ্য হবে।’

তিনি আরও বলেন, ‘তাই এখানে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করতে হবে। যেখানে একটা পার্ট থিয়েটার, একটা পার্ট আবৃত্তি, একটা পার্ট নৃত্য, একটা পার্ট আধুনিক সিনে কমপ্লেক্স, একটা কমিউনিটি সেন্টারও হতে পারে। কারণ এখানে এগুলো হতো, রাজনৈতিক কর্মসূচিও হতো। এখানে মওলানা ভাসানী প্রোগ্রাম করেছেন, জিয়াউর রহমানও প্রোগ্রাম করেছেন। সাংস্কৃতিক কমপ্লেক্স হলে সংস্কৃতি বিকাশে যেমন ভূমিকা রাখবে, তেমনি মানুষ আধুনিক ও উন্নত পরিবেশে বিনোদনের জায়গাও খুঁজে পাবে।’

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   সিনেমা হল   লাবনী সিনেমা হল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড
বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close