নাচোলে চোরাইকৃত গরুসহ আটক চোর
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ৮:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গরু চুরির অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টার মধ্যেই চোরাইকৃত গরুসহ চোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) নাচোলের মধ্যবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক তোফাজ্জুল (৪০) মাক্তাপুর গ্রামের আজিমুদ্দীনের ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার মাক্তাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফার নিজ বাড়ি থেকে একটি গাভী চুরি হয়। ওই শিক্ষক শুক্রবার (৫ সেপ্টেম্বর) নাচোল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টার মধ্যে পুলিশ নাচোল মধ্যবাজার শফিকুল কসাইয়ের বাড়ির পিছন থেকে তোফাজ্জুলকে চুরি হওয়া গরুসহ আটক করে।
আটককৃত চোরকে জেলহাজতে প্রেরণ ও গরুর মালিকের নিকট গরু হস্তান্তর করা হয়েছে।
কেকে/ এমএ